জাতীয় ডেস্ক :
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফিরোজ আহমেদ নামের বিবাহিত এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার এক সপ্তাহ পর কীটনাশক পানে আত্মহত্যা করেছেন ফিরোজের মা ফিরোজা খাতুন (৪২)।
শুক্রবার (১ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষপান করেন তিনি।
স্থানীয়রা জানান, ছেলে অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়ায় লজ্জায় আত্মহত্যা করেছেন ফিরোজা খাতুন।
উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল করিম বলেন, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন তার ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদের বিয়ে দেন। এক সপ্তাহ আগে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে তার ছেলে পালিয়ে যান। এতে ফিরোজা খাতুন হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অপমান আর লজ্জায় তিনি বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।