নিজস্ব প্রতিনিধি :
২৩ ডিসেম্বর সাতক্ষীরার মোবাইল সমিতি কর্তৃক এম ডি আজাদ নামে একটি ফেসবুক আইডিতে পাটকেলঘাটার মোবাইল ব্যাবসায়ী রুপায়ন হাজরা কে নিয়ে পিকনিকের নামে চাঁদাবাজি যে চিঠি ছাড়ানো হয়েছে সেটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
মুল ঘটনাটি হল গত২২ ডিসেম্বর রাত ৮ টায় জেলার সকল মোবাইল ব্যাবসায়ীকে নিয়ে একটি মিটিং হয়।মিটিংএ পিকনিকের সমুদ্র সৈকত কুয়াকাটায় যাওয়ার একটি সিদ্ধান্ত হয়।
আজ সকালে জেলা মোবাইল সমিতির সভাপতির মীর তাজুল ইসলাম রিপন ও সম্পাদক কাজি নজুরুল ইসলাম বাবুর একটি সাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি আমার ব্যাবসায়ীর প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা ও বানোয়াট তথ্যদিয়ে ছাড়ানো হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পত্রে আমাকে অবৈধ চাঁদার বিষয়টি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও কল্পকাহিনী মাত্র।