হোম অন্যান্যসারাদেশ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ-খুলনা সিটি মেয়র

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ-খুলনা সিটি মেয়র

কর্তৃক
০ মন্তব্য 131 ভিউজ

খুলনা অফিস :
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তারা দেশের বোঝা নয়, সম্পদ। সরকার প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে নিজ সন্তান মনে করে প্রতিবন্ধীদের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাস থেকে মুক্ত হতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে মেয়র জনগণের প্রতি আহবান জানান।সোমবার খুলনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান-আরা-শিশু বিকাশ বিদ্যাপীঠের ৬৪ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানুসহ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন