জাতীয় ডেস্ক :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জীবনে চলার পথে প্রতিবন্ধকতা থাকবেই। তা নিয়ে পড়ে থাকলে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে। আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা নয়, মূলত প্রতিবন্ধকতা হলো মনের দুর্বলতা। সেটাকে কাটিয়ে উঠলেই জীবনে সফলতা অর্জন করা সহজ হবে।’
শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ও স্টিভ জবসের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য কখনো বাধা হতে পারে না। হাত না থাকায় এক পা দিয়ে লিখেও দেশের উত্তরবঙ্গের একটি মেয়ে জিপিএ-৫ পেয়েছে। সুতরাং কোনো কিছুই প্রতিবন্ধকতা নয়। এটি হচ্ছে মনের দুর্বলতা। যে ভয়কে জয় করতে পারবে, প্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলতে পারবে, সে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবে।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমার কাছে জীবন একটি যুদ্ধক্ষেত্র। উজান ঠেলে এগিয়ে যাওয়া। স্রোতের বিপরীতে হেঁটে চলা। জীবনে চলার পথে অনেক কিছু মোকাবিলা করতে হবে, জয়ী হতে হবে। রাজনীতিবিদদের কাছে জীবন হাতের মুঠোয় নিয়ে চলা, তেমনি শিক্ষার্থীদেরও জীবন মানে যুদ্ধক্ষেত্র। এ যুদ্ধক্ষেত্রে বিরতি নেয়া যায়, কিন্তু থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।’
তিননি আরও বলেন, ‘ইউল্যাব ভিন্ন ধ্যান-ধারণা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে চমৎকার পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিপূর্ণ মানুষ তৈরির কারখানা। মার্কেট ডিমান্ড অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ও কারিকুলাম তৈরি করেছে। এক্ষেত্রে ইউল্যাব একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। ইউল্যাব সেভাবে তাদের কারিকুলাম তৈরি করেছে এবং শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে বলে আমি বিশ্বাস করি। এ জন্য তাদের সাধুবাদ জানাই।’
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউল্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি ড. কাজি আনিস আহমেদ, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি, উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তুজাসহ সব ডিন ওবিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।