নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পাশ থেকে রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পাসে থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করা হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখ,পিকুল শেখে এবং মিলন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার (১১ এপ্রিল) এই বিরোধের জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রিকাইল শেখ,পিকুল শেখের গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।এর কিছু দিন পর কালিয়া থানায় মিলন মোল্লা গ্রুপের ফাতেমা বেগম বাদি হয়ে আগ্নি সংযোগ,ভাংচুর, লুটপাটের একটি মামলা করেন। তার দুইদিন পর মঙ্গলবার সকালে ফাতেমা বেগমের ছোট ছেলে রফিকুল ইসলামের পা বাঁধা মরদেহ দেখতে পায় প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পাশে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।নিহতের পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে ।
নিহতের স্ত্রী ওযুফা বেগম(৩২) মেয়ে খাদিজা খাতুন(১৩) মা ফাতেমা বেগম (৬০)দের দাবী রিকাইল শেখ,পিকুল শেখ,এবং সাইদ মোল্লা সহ ১৫/২০ জন মিলে জঘন্য ভাবে হত্যা করেছে রফিকুকে,তাই এই হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁশি চাই আমরা।
কালিয়া থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।