হোম রাজনীতি প্রচারণায় ব্যস্ত নৌকা-লাঙ্গল, মাঠে নেই স্বতন্ত্র প্রার্থী রণজিৎ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে যশোর-৪ আসনে নির্বাচনী প্রচারণা জমিয়ে তুলেছেন নৌকা ও লাঙ্গলের প্রার্থীরা। তবে আসনটিতে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায় নেই নির্বাচনী মাঠে। তাকে কোন প্রকার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না।

প্রতিদিনই সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল হক। তাদের ঘিরে কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় অভয়নগর উপজেলার শংকরপাশা, বাঘারপাড়া উপজেলার আদিলপুর, মিনাবাজার, চাড়াভিটা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনামুল হক বাবুল। এ সময় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

তিনি জানান, নানা বাধা‌ ও অপপ্রচারের মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছি। তবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রার্থিতা বাতিলে একটি চক্র সক্রিয় থাকলেও তিনি শঙ্কিত নন।

এদিকে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা, বাসুয়াড়ি ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক। এ সময় লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মাঠে নেই। তারা মামলা নিয়ে দৌঁড়াচ্ছেন। তারা বলছে তারা ম্যাজিকে জিতবে। প্রশাসন এখনো স্বচ্ছ আছে। তবে শেষ পর্যন্ত থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ৭৫ শতাংশ ভোটার আমার সঙ্গে আছে। জয়ের ব্যাপারে আশাবাদী।

আসনটিতে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায় নেই নির্বাচনী মাঠে। তিনি কোন প্রকার প্রচারণা চালাচ্ছেন না। ঋণখেলাপির অভিযোগ এনে নৌকার প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন করায় তিনি রায়ের অপেক্ষায় আছেন। নৌকার প্রার্থীতা বাতিল হলে মাঠে নামবেন বলে উল্লেখ করেছেন সাধারণ ভোটাররা। তবে ভোটারা এ বারের নির্বাচনে একজন সৎ, যোগ্য ও উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন