হোম জাতীয় প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবেন ডিসিরা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবেন ডিসিরা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

জাতীয় ডেস্ক:

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা করবেন জেলা প্রশাসকরা।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ে জেলা প্রশাসকরা ২০টি প্রস্তাবনা পাঠিয়েছেন। যেসব প্রস্তাবের ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের তরফে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, ‘এলাকাভিত্তিক জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে নদীভাঙনসহ অন্য যেসব প্রকল্প আমরা জরুরি ভিত্তিতে গ্রহণ করি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেখানে জেলা প্রশাসকদের অন্তর্ভুক্ত করা হবে। কারণ, জেলা প্রশাসকদের অন্তর্ভুক্ত রাখা হলে সেখানে অনেক ক্ষেত্রেই অনিয়ম হওয়ার আশঙ্কা কমে যাবে। পাশাপাশি কাজের মানের ঘাটতি হওয়ারও সুযোগ কমে যাবে।

জাহিদ ফারুক বলেন, জেলা প্রশাসকরা পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করবেন, প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য কাজটা যেন ভালো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন