আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে রাশিয়ার বিদেশি সহায়তা সংস্থা রোসোট্রুডনিসটিভোতে হামলা করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জারাখোবা বলেন, রোববার রাতে এই হামলা হয়েছে।
নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, সংস্থাটির কার্যালয়ে এক অজ্ঞাত হামলাকারী মলোটভ ককটেল ছুড়লে তা ভবনের বেড়ায় আঘাত হেনেছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জারাখোভা বলেন, আমাদের সরকারি ইনস্টিটিউটের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ফরাসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ২০২২ সাল পর্যন্ত ইউক্রেনেও রাশিয়ার মিশন এমন ধরনের অনিরাপত্তার ঝুঁকিতে ছিল।
তার মতে, কারো এমন ভান করা উচিত হবে না যে ইউক্রেনে রাশিয়ার অভিযান সংশ্লিষ্ট ক্ষোভ থেকে এই হামলা করা হয়েছে।
স্পুটনিকের খবরে বলা হয়, বিদেশি বসবাসকারী রুশ নাগরিক ও কর্মকর্তাদের ব্যাপক বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাদের প্রতি বিদ্বেষ পোষণসহ তাদের বাড়িতে ভাঙচুরও করা হচ্ছে।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের মন্ত্রিসভার কনিষ্ঠ সদস্য মিখাইল ফেডোরভ। সামাজিকমাধ্যম ব্যবহার করে তিনি বড় বড় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন, তারা যাতে রাশিয়ার সঙ্গে সম্পর্কোচ্ছেদ করেন।
দক্ষিণ ইউক্রেনের শহর মারিউপুল ও ভোলনোভাখায় হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। বিভিন্ন শেল্টারে আশ্রয় নেওয়া অধিবাসীরা দিনের পর দিন বাইরে বের হতে পারছেন না। এমনকি বাইরের সঙ্গে যোগাযোগেরও সুযোগ তাদের সামনে নেই।