কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ ও কুলিয়ারচর পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর। কিশোরগঞ্জে ভোট গ্রহণ, ইভিএম ও কুলিয়ারচরে ব্যালটের মাধ্যমে হবার কথা রয়েছে। কে হচ্ছেন কুলিয়ারচর পৌর সভার পৌরপিতা এ প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে আসার সাথে সাথে সম্ভাব্য পৌর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রায় অর্ধশত প্রার্থী প্রচারণা শুরু করলেও মেয়র প্রার্থীদের তেমন দেখা যাচ্ছেনা প্রচারণা। আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী উছমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান সারুয়ার মহসিনের নাম শুনা যাচ্ছে।
এ ছাড়া দলীয় মনোনয়নের প্রত্যাশায় সামাজিক যোগাযোগ, মাধ্যমে প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কুলিয়ারচর উপজেলা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কুলিয়ারচর প্রবাসী ফ্রন্ডেস ফোরাম এর প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ কামাল।
অপরদিকে বিএনপি’র মনোনয়ন পেলে সাবেক ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন শাহ্ আলম ও বর্তমান উপজেলা যুবদলের আহবায়ক পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন, রয়েছেন।
সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাতকে, যদি দলীয় মনোনয়ন দেয়া হয় তবে নির্বাচনের মোড় ঘুড়ে যাবে বলে অনেকেই মনে করছেন। প্রার্থীদের আশ্বাস নয়, ভোটাররা চান বাস্তবায়ন।
কিশোরগঞ্জ ও কুলিয়ারচর পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই ২২ ডিসেম্বর, ও প্রার্থীতা প্রত্যাহাররের তারিখ ২৯ ডিসেম্বর।
s