হোম ফিচার পেশি শক্তিতে নয়, ভোটে বিশ্বাসী আ. লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগ ষড়যন্ত্র বা পেশি শক্তিতে বিশ্বাসী নয়, জনগণের ভোটে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দেশটাকে অন্ধকার রাষ্ট্রে পরিণত করেছিলে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগ ষড়যন্ত্র বা পেশি শক্তিতে বিশ্বাস করে না, জনগণের ভোটে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, তারা অবস্থান কর্মসূচি করুক যাই করুক, তাদের ওপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন