হোম খেলাধুলা পেলের ১০ নম্বর জার্সিকে সাময়িক অবসরে পাঠাচ্ছে সান্তোস

স্পোর্টস ডেস্ক:

গত বছর ডিসেম্বরেই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্যলোকে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। এক বছর না পেরোতেই ব্রাজিলিয়ানরা আরও একবার শোকাহত। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে গেছে পেলের আজন্মের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোস। ক্লাবটির ১১১ বছরের ইতিহাসে এই প্রথমবার তারা সিরি আ’ থেকে সিরি বি’তে নেমে গেছে। এমন বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্লাবটি একটি সিদ্ধান্ত নিয়েছে। সান্তোসে পেলের জার্সিটি সাময়িক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সান্তোসের ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠানো হচ্ছে। শীর্ষ লিগ থেকে অবনমনের পর পেলের স্মৃতির প্রতি সম্মান জানতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ফের দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠে আসার পর ১০ নম্বর জার্সিটি খেলায় ফিরবে। শনিবার (৯ ডিসেম্বর) মার্সেলো টেক্সেইরা ক্লাবটির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় তারকার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেলের স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে টেক্সেইরা বলেন, ‘সান্তোস নিজেদের মান অনুযায়ী সিরি আ’তে ফেরার আগপর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি নিয়ে খেলব না।’

গত বছরের শেষে পেলের মহাপ্রয়াণের পর চলতি বছর ব্রাজিলের লিগের নামকরণ তার নামানুসারে করা হয়েছে। টেক্সেইরা বলেন, ‘ এ বছর ব্রাজিলিয়ান লিগের নামকরণ করা হয়েছে কিং পেলের নামে। আমি এ মিশন চালিয়ে যাব। আমরা আবার শীর্ষ লিগে ফিরে আসব। কিন্তু সে পর্যন্ত এই গৌরবময় জার্সিটি আমরা আর পরব না।’

১০ নম্বর জার্সি গায়ে ড্রেসিং রুমে ফিরছেন পেলে। আইকনিক এই জার্সি গায়ে আপাতত নামবেন না সান্তোসের কোনো খেলোয়াড়। ছবি: সান্তোসের ওয়েবসাইট

পেলের মৃত্যুর পরপরই অবশ্য ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর কথা ভেবেছিল সান্তোস। সে সময় ক্লাবটির সভাপতি আন্দ্রেস রুদেয়া প্রথমে জানিয়েছিলেন,জানুয়ারি থেকে ১০ নম্বর জার্সিটি আর ব্যবহার করবে না তারা। পাকাপাকিভাবে জার্সিটিকে অবসরে পাঠানোর জন্য বিষয়টি কাউন্সিলের সদস্যদের কাছে উত্থাপন করা হবে।

পরে অবশ্য পেলের ইচ্ছার কথা জানিয়ে সে অবস্থান থেকে সরে আসে ক্লাবটি। রুদেয়া এ প্রসঙ্গে বলেছিলেন, ‘তিনি (পেলে) এ ধারণাটা খুব একটা পছন্দ করেননি। আমরা তার এই ইচ্ছাকে সম্মান জানাতে চাই।’

উল্লেখ্য, সিরি আ’য় নিজেদের শেষ ম্যাচে ফর্তোলেজার কাছে ২-১ গোলে হেরে ২০ দলের মধ্যে ১৭তম হয়ে দ্বিতীয় বিভাগে অবনমিত হয় সান্তোস। এর আগে টানা পাঁচ ম্যাচে জয়শূন্য ছিল তারা। পেলেই শুধু নন, ব্রাজিলের এই ক্লাবের বিখ্যাত সন্তানের তালিকায় আছেন নেইমারও। ক্লাবটির এই অবনমন কষ্ট দিয়েছে নেইমারকেও।

এদিকে, সিরি বি’তে অবনমন নিশ্চিত হওয়ার পর সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর বাইরে রাস্তায় বেশ কিছু গাড়িতে আগুন দেন অনেক সমর্থক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন