হোম জাতীয় পূজা ঘিরে সব চক্রান্ত নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজা ঘিরে সব চক্রান্ত নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিউজ ডেস্ক:
দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। তবে সরকার সব চন্ত্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের পূজা ভালো হয়েছে।

আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। ৭৯৩টির বেশি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিলো। ভারতে দুর্গাপূজায় অসুরের মুখে প্রধান উপদেষ্টার ড. ইউনূসের আদল দেওয়াও এর অংশ। এটা একই সূত্রে গাঁথা ছিল। এরপরও কিন্তু পূজা ভালো হয়েছে। সব চক্রান্ত নস্যাৎ হয়েছে।’

অসুরের মুখে দাড়ি লাগানো নিয়ে তদন্ত চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পেরে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে খাগড়াছড়ির ঘটনায় দায়ী করছে—ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়েরর এমন বক্তব্যের কোনো জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এক্ষেত্রে সাংবাদিকেরা ভালো জানেন।’ এসময় দেশপ্রেমিক হিসেবে উল্টো সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন