হোম জাতীয় পূজা উদ্‌যাপনে সরকার পাশে থাকবে: পরিবেশমন্ত্রী

জাতীয় ডেস্ক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ রকম শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে সরকার সবসময় পাশে থাকবে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে আরও বড় আকারে পূজা উদ্‌যাপন করা যায় তার ব্যবস্থা করতে হবে।

বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সর্বজনীন পূজামণ্ডপ, দাসেরবাজার পানিশাইল সর্বজনীন পূজমণ্ডপ, গুলুয়া সর্বজনীন পূজামণ্ডপ এবং নিজ বাহাদুরপুর বাঘাঢহর সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন