নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর রাধারমণ বিগ্রহ মন্দিরের নামে বরাদ্দকৃত চাউলের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির কাছে এমন অভিযোগ করেন মন্দিরের বর্তমান সভাপতি সত্তেন্দ্রনাথ ঘোষ। আর অভিযুক্ত ব্যক্তির নাম হল বাবলু ঘোষ। তিনি ওই মন্দির কমিটির সাবেক সভাপতি ছিলেন।
রোববার (৭ নভেম্বর) দুপুরে মন্দির কমিটির বর্তমান সভাপতি সত্তেন্দ্রনাথ ঘোষ বলেন, এবারের পূজা উৎসব উপলক্ষ্যে মন্দিরের নামে ৫০০ কেজি চালের বরাদ্দ দেয় সরকার। কিন্তু মন্দিরের সাবেক সভাপতি বাবলু ঘোষ বর্তমান সভাপতি দাবি করে সেই চাল উত্তোলন করেন এবং বিক্রিকৃত অর্থ মন্দিরে না দিয়ে আত্মসাৎ করেন।
তিনি আরো বলেন, বরাদ্দের বিষয় জানতে গেলে বাবলু ঘোষ অসাধু আচরণ করেন। বিষয়টি উপজেলা পূজা উদযাপন কমিটিকে অভিযোগ আকারে জানানো হয়েছে।
অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নব কুমার দত্ত বলেন, বাবলু ঘোষ আগের কমিটির সভাপতি ছিলেন। মন্দির কমিটি তা জানায় নি। ফলে বাবলু ঘোষ নিজেকে সভাপতি দাবি করে ডিও লেটার দিয়ে চাল উত্তোলন করেছেন এবং বিক্রিকৃত অর্থ মন্দিরে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন।
তিনি আরো বলেন, মন্দিরে বর্তমান কমিটির সভাপতি অভিযোগ দিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এবিষয়ে জানতে বাবলু ঘোষকে বারবার ফোন দেওয়া হয়। ফোনে কল ঢুকলেও তিনি তা গ্রহণ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’
