হোম আন্তর্জাতিক পুয়ের্টো রিকোতে অভিবাসীদের নৌকাডুবি, মৃত্যু ১১

আন্তর্জাতিক ডেস্ক :

ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্টো রিকোর সৈকতের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে ১১ জন মারা গেছেন। এখন পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

শুক্রবার (১৩ মে) ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, নৌকাটিতে অনেক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা মূলত হাইতির অভিবাসনপ্রত্যাশী। পুয়ের্টো রিকো ও ডমিনিয়ান রিপাবলিকের মধ্যবর্তী এলাকায় নৌকাটি ডুবে যায়।

কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশনের বিমানকর্মীরা ওই নৌকাটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান। বেশ কয়েকজন সাগরে ভাসছিল। তাদের পরনে লাইফ জ্যাকেট ছিল না। তারা কোস্ট গার্ডকে খবর দেন।

কোস্ট গার্ডের মুখপাত্র রিকার্ডো ক্যাস্ট্রোড্যাড জানিয়েছেন, উদ্ধারকাজ এখনো চলছে। অনেক হেলিকপ্টার ও জলযান কাজে লাগানো হয়েছে।

সংবাদসংস্থা এপি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসারত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নয়জনই হাইতির মানুষ। বাকিরা কোন দেশের তা এখনো জানা যায়নি।

সম্প্রতি অঞ্চলটিতে বেশ কয়েকটি নৌকাডুবি হয়েছে। গত সপ্তাহেই নৌকাডুবির পর ৬৮ জনকে উদ্ধার করা হয়েছিল। রিকার্ডো বলেছেন, এ সমুদ্রযাত্রা খুবই বিপজ্জনক ও নৌকাগুলোতে অনেক মানুষ বোঝাই করা হয়। তাই নৌকা ডুবতে খুব বেশি সময় লাগে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন