হোম ফিচার পুষ্পা টু-র শুটিং শুরু জুলাইয়ে

বিনোদন ডেস্ক :

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা মুক্তির পর ভারতজুড়ে প্রবল আলোড়ন তৈরি করেছিল। মুক্তি পাওয়ার প্রথম দিনেই ভারতব্যাপী ‘পুষ্পা’র আয় হয়েছিল সাড়ে ৫২ কোটি রুপি। এবার আসতে যাচ্ছে পুষ্পার সিক্যুয়েল পুষ্পা: দ্য রুল।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে পুষ্পার নির্মাতা সুকুমার সিনেমাটির সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। পুষ্পার ব্যাপক সাফল্যের পর জুলাই মাসে পুষ্পা টু-র শুটিং শুরু হচ্ছে। আল্লু অর্জুনও জুনের শেষ বা জুলাই থেকে কাজ শুরু করতে প্রস্তুত। ‘পুষ্পা টু’ আসতে যাচ্ছে ২০২৩ সালে–এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতারা।

ছবিতে আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না এবং মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলকে পুনরায় তাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নির্মাতারা প্রথম শিডিউলে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করার পরিকল্পনা করছেন। পুষ্পার সিক্যুয়েলেও এর সংলাপ লিখেছেন শ্রীকান্ত ভিসা।

প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার পরিচালক সুকুমারকে ৪৫ কোটি রুপি পারিশ্রমিক দেবেন। আর হিন্দি ভার্সন থেকে আয়কৃত পুরো অর্থ পারিশ্রমিক হিসেবে পাবেন আল্লু অর্জুন। পুষ্পার দ্বিতীয় পার্টে রাশমিকাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনা করেছেন প্রযোজক। রাশমিকা প্রথম পার্টে যে পারিশ্রমিক পেয়েছিলেন, সম্ভবত তার দুই গুণ পাবেন দ্বিতীয় পার্টের জন্য।

প্রথমে শোনা যায়, দ্বিতীয় পার্টের আইটেম গানে থাকবেন না সামান্থা রুথ প্রভু। তার পরিবর্তে আইটেম গানে পারফর্ম করবেন দিশা পাটানি। তবে সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলে, ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টেও থাকবেন সামান্থা। এ পার্টেও আইটেম গানে পারফর্ম করবেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্টের আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থা ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। তবে দ্বিতীয় পার্টের জন্য কত পারিশ্রমিক নেবেন, তা অবশ্য জানা যায়নি।

সূত্র: জি নিউজ, পিংকভিলা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন