জাতীয় ডেস্ক :
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষের ঘটনায় ৫১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ।
এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সোমবার (২২ নভেম্বর) রাতে নাটোর সদর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা করা হয়েছে। বিকেলে মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানো আদেশ দেন।
এর আগে গত ২২ নভেম্বর সকালে নাটোরে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নাটোর সদর থানার ওসি ও ৩ সাংবাদিকসহ আহত হয় অন্তত ২০ জন। শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতাকর্মীদের চাপে এক পর্যায়ে সড়কের একপাশ বন্ধ হয়ে গেলে পুলিশ বাধা দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া পাল্টা-ধাওয়া।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে।