হোম অন্যান্যসারাদেশ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ইউপি সদস্যের মামলা

অনলাইন ডেস্ক:

মারপিট ও হত্যার হুমকির অভিযোগে হাসিবুল হাসান নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার লেবুতলা ইনিয়নের মেম্বার জহুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। পুলিশ কনস্টেবল হাসিবুল হাসান লেবুতলা পালপাড়ার আতিয়ার রহমানের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, হাসিবুল ঢাকা পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত। ছুটিতে বাড়ি এসে দাপট দেখান। তার আচরণের প্রতিবাদ করলে তিনি মামলা দিয়ে হয়রানিসহ মারপিটের হুমকি দেন। হাসিবুলের এ ধরনের কর্মকান্ডে গ্রামের মানুষ তার বিরুদ্ধে গণস্বাক্ষর গ্রহণ এবং ইউপি সদস্য জহুরুল ইসলামের সাথে আলোচনা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ আগস্ট সকালে লেবুতলা বাজারের একটি গ্যারেজের সামনে হাসিবুলের সাথে তার দেখা হয়। ওইসময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে ইউপি সদস্য জহুরুল ইসলামকে মারপিটে জখম করেন। এরমধ্যে বাজারের লোকজন এগিয়ে আসলে হাসিবুল তার ইউপি সদস্যপদ বাতিলসহ খুন জখমের হুমকি দিয়ে চলে যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন