অনলাইন ডেস্ক:
পুলিশের শত শত সদস্য এখনো থানায় বসে ঘুষ খাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
সারজিস তার পোস্টে বলেন, ‘শত শত পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে। যেসব বেহায়ার রক্তে দুর্নীতি, তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন? শুধু বদলি করে? হাস্যকর…’
সারজিসের পোস্টে সহমত পোষণ করে তার অনেক অনুসারী কমেন্ট করেছেন।
আদিলুর রহমান মোহসেন লিখেছেন, ‘প্রায় সবখানে তাদের দুর্নীতি এখনো অব্যাহত আছে। বিভিন্ন স্থানে আগের মতো দুর্নীতি করতে না পেরে কাজের প্রতি অবহেলা করতেছে।’
আহমদ সেলিম লিখেছেন, ‘একদম সত্যি কথা বলেছেন ভাই। বর্তমান বাংলাদেশের অবস্থা অবনতির দিকে যাচ্ছে।’