হোম ফিচার পুরোনো চেহারায় ফিরছে আওয়ামী লীগ: ফখরুল

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী ২০২৩ সালে তথাকথিত জাতীয় নির্বাচন এককভাবে করতে চায় আওয়ামী লীগ। তারা সেই পথেই হাঁটছে। এর মাধ্যমে পুরোনো চেহারায় ফিরছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীন সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব নয়। তারা আবার এখন বর্তমান সরকার। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় তারা বাংলাদেশের আত্মা (গণতন্ত্র) ধ্বংস করে দিচ্ছে।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার বিরোধী দল নির্মূলের চেষ্টা অভিহিত করে তিনি বলেন, তারা আবারও বিচার বিভাগ ও পুলিশবাহিনীকে ব্যবহার করে বিএনপিসহ বিরোধী মত নির্মূলের চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা বাস্তবায়নের জন্যই ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মহাসচিব অভিযোগ করে বলেন, পুরোনো মামলার কাগজ ফটোকপি করে শুধু নাম বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সাজিয়ে গ্রেফতার করা হয়। বিরোধী দলকে নির্মূল করার ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাকিস্তান আমলে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার যে চেষ্টা হয়েছিল, ঠিক একইভাবে বিরোধী মত নির্মূলে অভিযান চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ সময় সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলছে। মুখে ফেনা তুলে ফেলছে সুষ্ঠু নির্বাচন হবে; সবার সঙ্গে কথা বলছে নির্বাচন কমিশন। তারা নাটক করছে। নাটক করে আগের মতো নির্বাচনের পাঁয়তারা করছে। সেখানে নির্বাচন আগের মতো হবে না বলছে, তাহলে কি আগের মতো মানে আগের রাতের মতো নয়, সাত দিন আগেই কি ফলাফল নির্ধারণ হয়ে যাবে?

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন