নিজস্ব প্রতিনিধি :
পুরাতন সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুরের মামলার বাদীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জজকোর্টের আইনজীবীর কক্ষেই জেলা যুবদলের সাবেক আহবায়ক আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে এ মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় আহত ওয়ার্ড বিএনপি নেতা ওজিয়ার রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ওজিয়ার রহমান বলেন, পুরাতন সাতক্ষীরা ৩নং ওয়ার্ডের বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় সাবেক এমপি রবিকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করি। আইনী পরামর্শের জন্য তিনি ২৭ জুলাই এড. তোজাম্মেল হোসেন তোজামের চেম্বারে অবস্থান করছিলেন। এসময় সাবেক যুবদল নেতা আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে কতিপয় ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। ওই মামলার হাত থেকে আওয়ামীলীগের সন্ত্রাসীদের রক্ষার্থে নান্টার নেতৃত্বে আমার উপর হামলা করা হয়েছে।
এবিষয়ে জজকোর্টের অতিরিক্ত পিপি এড. তোজাম্মেল হোসেন তোজাম বলেন, আমার চেম্বারে ঢুকেই তাকে মারপিট করা হয়। আমরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
তবে এঘটনায় আইনুল ইসলাম নান্টা মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই মামলায় যুবদলের নেতাকর্মীদের জড়িয়েছে। মামলা করার আগে কারো সাথে কোন আলোচনা না করেই ওজিয়ার মামলাটি করেছে। এছাড়া ওজিয়ারের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসবের হাত থেকে বাঁচতে মারপিটের ঘটনা সাজিয়েছে।