অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এ মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে (ঘৃণাস্তম্ভ) আবারো গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশগ্রহণকারীরা জুতা, ঝাড়ু ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পুনরায় আঁকা শেখ হাসিনার প্রতিকৃতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে শিশু, নারী, বৃদ্ধ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তারা স্লোগান দেন, ‘জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দুই গালে’, ‘ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ সহ আরো প্রতিবাদী স্লোগান।
এর আগে, রোববার রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এই গ্রাফিতি আঁকার কাজ শুরু করেন। সোমবার সকাল পর্যন্ত চলে এই কাজ।
নতুন করে গ্রাফিতিটি আঁকেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি শিমুল কুম্ভকার, চারুকলা অনুষদের ছাত্র ইউনিয়নের সদস্য মৃধা রাইয়ান এবং ছাত্র ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক মমিন মুক্তার সবুজ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেট্রো রেলের পিলারটিকে আনুষ্ঠানিকভাবে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঘৃণাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রক্টরিয়াল টিমের ভুলের কারণে ছবিটি মুছে ফেলা হয়েছিল, যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতিতে ‘গণ জুতা’ নিক্ষেপ