মনপুরা প্রতিনিধি :
প্রথমবারের মতো বাবা হলেন জাতীয় ধারাভাষ্যকার আনোয়ার হোসেন কবির। আনোয়ার হোসেন কবির ও তাঁর স্ত্রী নাজমুল নাহার লিয়া ঘর আলো করে আজ এসেছে পুত্র সন্তান। সকাল ৮.২৫মিনিট ভোলা জেলা চরফ্যাশন উপজেলা আধুনিক হাসপাতালে ফুটফুটে এক ছেলে সন্তান জন্ম দিয়েছেন আনোয়ার হোসেন কবিরর স্ত্রী। আনোয়ার হোসেন কবির নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবর জানিয়েছেন সবাইকে। আলহামদুলিল্লাহ আমাদের সংসার জুড়ে তার আগমন ছেলে এবং তার মা ভালো আছে। সবার কাছে দোয়া চাই। এই কঠিন সময়ে ওর আগমন যেন মানুষের কল্যাণে হয়। আল্লাহ তুমি এই মানব শিশুকে মানুষের কল্যাণে ইসলামের কল্যাণ কাজ করার সুযোগ দিও। আমিন। আনোয়ার হোসেন কবির সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ, প্রতিষ্ঠাতা,সেচ্ছাসেবী সংগঠন, বলাকা, আমরা সেচ্ছায় রক্তদেই, সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় ধারাভাষ্যকার।
