হোম আন্তর্জাতিক পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক পোস্ট

পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক পোস্ট

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক।’

ট্রাম্প আরও বলেন, তিনি ‘সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন’ এবং তার কাছে যুদ্ধ বন্ধের একটি ‘কংক্রিট পরিকল্পনা’ আছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

তিনি আরও বলেন, ‘আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই।’

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুতিনের সঙ্গে কতবার কথা বলেছেন?

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার এটা বলা ঠিক হবে না।

তবে ক্রেমলিন বা হোয়াইট হাউজ এখনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের অনুরোধেরও কোনো সাড়া দেয়নি।

জানুয়ারির শেষ দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে প্রস্তুত এবং মস্কো ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার ট্রাম্প জানান, তিনি সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এ সময় যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা হতে পারে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন