হোম খেলাধুলা পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রুশ ফুটবলারের

খেলাধূলা ডেস্ক :

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিলেন খোদ রাশিয়ার অনেক মানুষ। সেই তালিকায় ছিলেন দেশটির সাবেক ফুটবলার ইগোর ডেনিসোভ।

২০১২-১৬ সাল পর্যন্ত রাশিয়া জাতীয় ফুটবল টিমের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ডেনিসোভ। সম্প্রতি ইউটিউব চ্যানেল নোবেলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য।

জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোয় জীবন বিপন্ন হতে পারতো তার। তিনি বলেন, ‘আমি জানি না, হয়তো আমাকে গ্রেফতার কিংবা হত্যা পর্যন্ত করা হতে পারতো।’

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি এক কথায় বলেন, এটা ভয়াবহ বিপর্যয়।

রাশিয়ার হয়ে ৫৬ ম্যাচে নেতৃত্ব দেয়া ডেনিসোভ আরও জানান, যুদ্ধ বন্ধ করতে আমি ব্যক্তিগতভাবে ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলাম।

উল্লেখ্য, রাশিয়ার মিলিটারি কিংবা তাদের কাজকে হেয় প্রতিপন্ন করতে পারে এমন গুজব খবর কিংবা যে কোনো ধরণের কর্মকাণ্ডে জড়িত থাকলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত সাজা হওয়ার বিধান রয়েছে দেশটিতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন