হোম খেলাধুলা পিসিবিতে আবার পরিবর্তন, চাকরি হারালেন হাফিজ

পিসিবিতে আবার পরিবর্তন, চাকরি হারালেন হাফিজ

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া বয়ে যায়। সেই পরিবর্তনের অংশ হিসেবে দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। প্রধান কোচ না থাকায় সেই দায়িত্বও দেয়া হয় তাকে। কিন্তু তিন মাস না পেরোতেই এবার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো তাকে।

ভারত বিশ্বকাপে প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। বিশ্ব আসর শেষে তাই পিসিবিতে একাধিক পরিবর্তন আসে। মিকি আর্থারকে সরিয়ে হাফিজকে করা হয় দলের ডিরেক্টর। কিন্তু ৩ মাসও সেই দায়িত্বে বহাল থাকতে পারলেন না এই সাবেক ক্রিকেটার।

টিম ডিরেক্টর ছাড়াও সর্বশেষ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হাফিজ। সেই দুটি সিরিজই খুব বাজেভাবে হেরছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ায় ৩–০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে তারা।

এই সময়ে ক্রিকেটারদের সঙ্গে হাফিজের সম্পর্কেও অবনতি ঘটে। পাশাপাশি মাঠের ব্যর্থতারও দায় পড়ে হাফিজের কাঁধে। সবমিলিয়ে এবার হাফিজকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সময় হাফিজকে তার কাজের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীর জন্য শুভকামনাও জানিয়েছে বোর্ড।

পিসিবি লিখেছে, ‘পিসিবি মোহাম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রেখেছে। পিসিবি হাফিজকে শুভকামনা এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন