হোম অন্যান্য পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ জনের কারামুক্তি

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ জনের কারামুক্তি

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

অনলাইন ডেস্ক:
পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিনের পর কারাগার থেকে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ১৭৮ জন কারামুক্ত হয়েছেন।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৭ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ হতে ৯৫ জন এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জনসহ মোট ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য আজ জামিনে মুক্তি পাচ্ছেন।

এর আগে, গত সোমবার ১৬ বছর আগে পিলখানা ট্রাজেডির পর বিস্ফোরক মামলার আসামিদের জামিন দেন আদালত।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জন কারামুক্তি পেয়েছেন। তাদের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই শেষে অন্য কোনও মামলায় আটকাদেশ না থাকায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তারা কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়েছেন। সকাল থেকেই কারা ফটোকে অপেক্ষা করেছিলেন তাদের পরিবারের সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন