হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে ঢাকাগামী চার বাসকে আটক ও ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুর অফিস :

পিরোজপুরে ঢাকাগামী ৪টি বাসকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২২মে) দুপুরে শহরের পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় বসে এ জরিমানা করা হয়। এ সময় বাসগুলোকে আবার তাদের ছেড়ে আসা স্টেশনে ফিরিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই বাসগুলো বরগুনা জেলার পাথরঘাটা ও আমুয়া উপজেলা থেকে ছেড়ে এসে পিরোজপুর হয়ে নাজিরপুরের পথে ঢাকা যাচ্ছিলো। এসব গাড়িতে প্রায় ২ শতাধীক যাত্রী ছিলো।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম জানান, সরকার ঘোষিত চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে ওই বাস ৪টি পিরোজপুরের ওপর থেকে নাজিরপুর হয়ে ঢাকা যাচ্ছিলো। তাই সংক্রমন আইন ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক প্রতিটি বাসের বিপরীতে এর মালিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বাসে থাকা যাত্রীদের এমন সংক্রমনের বিষয়ে সতর্ক করে তাদের ছেড়ে আসা স্থানে ফেরত পাঠানো হয়।

পিরোজপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরীফ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের উপর থেকে ঢাকাগামী বরগুনা জেলার পাথরঘাটা ও আমুয়া উপজেলা থেকে ছেড়ে আসা ওই বাস ৪টিকে আটক করা হয়

সম্পর্কিত পোস্ট

মতামত দিন