জাতীয় ডেস্ক :
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলায় বিএনপির ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপির নেতাকর্মীদের দাবি, শুক্রবার (১২ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে হামলা চালায় ছাত্রলীগ।
এতে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, জেলা ছাত্রদলের সদস্য মোকাদ্দেস ও মো. মুন্না সেখ। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে জেলা বিএনপির আয়োজনে শহরের পোষ্ট অফিস সড়কে বিক্ষোভ সমাবেশে জেলা বিএরপির আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতার্মীরা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন ।
এ সময় বক্তারা জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদ করে সরকারের কঠোর সমালোচনা করেন।
ভোলায় ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা।