হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরে সদর উপজেলার কুমারখালী খাল থেকে উদয় কর্মকার নামের এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় শহরতলির কুমারখালী আলিয়া মাদ্রাসার সামনের খাল থেকে এ যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল।
নিহত যুবক উদয় কর্মকার (২০) শহরের উকিল পাড়া এলাকার বাবুল কর্মকারের পুত্র।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, শহরের উত্তর শিকারপুর এলাকার কুমারখালী আলিয়া মাদ্রাসার সামনের খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ খাল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লোকমুখে খবর পেয়ে যুবকের পিতা বাবুল কর্মকার লাশটি তার ছেলে উদয় কর্মকার বলে সনাক্ত করে।
ওসি নুরুল ইসলাম বাদল আরো জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন