হোম ফিচার পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আহত ৪

পিরোজপুর অফিস :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাদ হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলায় আরো ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাহাদের বাড়ি উপজেলার গুলিশাখালী ইউনিয়নে।

জানা যায়, শনিবার রাতে রাহাদ বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। এ সময় ইউনিয়নের টিয়ারখালী নামক স্থানে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাহাদসহ ৫ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাদকে মৃত ঘোষনা করে। আহত ৩ জনকে বরিশাল প্রেরন করা হয়েছে এবং ১ জন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, নারীঘটিত প্রেমের বিষয় নিয়ে ছেলেদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং তা নিয়ে কোপাকুপি হয়েছে। এতে রাহাদ নামের একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন