হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে আইসোলেশনে থাকা বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরে আইসোলেশনে থাকা বৃদ্ধের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের স্বরূপকাঠি করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থাকা সখিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৬জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সখিনা বেগম পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের মৃত আব্দুল হাইয়ের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পবিরাব পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজ কিবরিয়া জানান, শুক্রবার (৫জুন) বিকেলে সখিনা বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপতালে চিকিৎসার জন্য আসে। পরে চিকিৎসকরা তার করোনা উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। তিনি আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কারোনা ল্যাবে পাঠানো হয়েছে। তার সেবায় নিয়োজিত তিন সেবিকাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন