আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছেন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগকে (পিএমএল-এন) পরাজয় মেনে নেয়ারও আহ্বান জানিয়েছে দলটি।
অন্যদিকে ফলাফলে পিছিয়ে থেকেও জয় দাবি করেছে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। এমনকি দলটির নেতা নওয়াজ শরিফ ‘বিজয় ভাষণ’ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তার বড় মেয়ে পিএমএল-এন-এর নেত্রী মরিয়ম নওয়াজ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখা এক বার্তায় পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি মরিয়ম বলেন, সব ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃহত্তম জয়ের দিকে এগিয়ে যাচ্ছে পিএমএল-এন। দলটি তার কেন্দ্র এবং পাঞ্জাবে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হচ্ছে।
তিনি আরও বলেন, পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ চূড়ান্ত ফল পাওয়ার সঙ্গে সঙ্গে বিজয়ী ভাষণ দেবেন। তার দলের দাবি-তারা ইতোপূর্বে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন, বেশিরভাগই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত থেকে জয় পাওয়া প্রার্থী।
অন্যদিকে পিএমএল-এন নেতা ইসহাক দার বলেন, স্বতন্ত্র প্রার্থীরা যারা সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা সংবিধান অনুযায়ী পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো দলে যোগ দেবে।
এদিকে জিও নিউজকে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান গহর আলি খান বলেছেন, আমরা পিপিপি বা পিএমএল-এন কারও সাথেই যোগাযোগ করছি না।
তিনি দাবি করেছেন, পিটিআই শেষ পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলির ১৫০টি আসনে জয় পাবে। যা এককভাবে সরকার গঠন করার জন্য যথেষ্ট হবে। গওহর খান বলেন, পিপিপি বা পিএনএল-এন কারও প্রয়োজন হবে না। আমরা কেন্দ্রে ও পাঞ্জাবে প্রাদেশিক সরকার গঠন করতে যাচ্ছি।
আল জাজিরার সবশেষ ফলাফল মতে, ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসনের মধ্যে (২৬৬টি আসনের মধ্যে একটিতে ভোট স্থগিত করা হয়) এখন পর্যন্ত ১৪৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬০টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যার বেশিরভাগই পিটিআই সমর্থিত।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৪৩টি আসন। তরুণ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল জারদারি ভুট্টোর পাকিস্তান পিপল’স পার্টি নিশ্চিত করেছে ৩৭টি আসন। আর অন্যান্য দল পেয়েছে ৬টি।
তথ্য মতে, বৃহস্পতিবার জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ফলাফল আসতে শুরু করে। ২৪ ঘণ্টা পর এখনও ১১৯টি আসনে ফল ঘোষণা বাকি রয়েছে।