হোম জাতীয় পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪

জাতীয় ডেস্ক :

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেন ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় রায়পুরার হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শাহিন (২৭), সুজাত (২৫), আনিস খান (২৬) ও আনোয়ারুল (২৬)। আহত ব্যক্তিরা হলেন, আনারুল, শাজাহান, শহিদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রায়পুার উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে পিকআপযোগে নরসিংদীর দিকে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পিকআপটি আমিরগঞ্জের হাসনাবাদ রেলক্রসিংয়ে উঠলে সিলেটগামী ইন্টারসিটি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে পিকআপ ছিটকে রেল লাইনের পাশে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সুজাত ও আনোয়ারুল মারা যান। পরে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন ও ইব্রাহিম খান মারা যান।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদির বলেন, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

নরসিংদী রেল পুলিশের এসআই ইমায়েদুল জাহেদী জানান, মরদেহগুলো উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন