হোম খেলাধুলা পিএসজিতে ‘অপয়া’ ছিলেন মেসি!

পিএসজিতে ‘অপয়া’ ছিলেন মেসি!

কর্তৃক Editor
০ মন্তব্য 147 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারে কতকিছুই না করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের নামের পাশে ভুরিভুরি রেকর্ড, ট্রফির সংখ্যাও তা-ই। অথচ পিএসজিতে ‘অপয়া’ ছিলেন তিনি! লিগ শিরোপা জিতলেও ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি।

বার্সেলোনার সঙ্গে সম্পর্কের তিক্ততায় ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটির তাকে দলে ভেড়ানোর পেছনে ছিল চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য অর্জনের লক্ষ্য। অথচ মেসিকে নিয়ে ইউরোপসেরা প্রতিযোগিতায় আরও বাজে পারফর্ম করে পিএসজি।

মেসি যোগ দেওয়ার আগে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে উড়ছিল, যদিও কেবল শিরোপাটাই জেতা হয়নি তাদের। ২০২০ সালে প্রথম বারের মতো প্রতিযোগিতার ফাইনালে খেলে তারা। সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় নেইমার-এমবাপ্পেদের। পরের মৌসুমে তারা খেলে সেমিফাইনাল পর্যন্ত। এবার তাদের হারায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমে মেসিকে নিয়ে শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি পিএসজি। ২০২১-২২ মৌসুমে শেষ ষোলোয় তারা হারে রিয়াল মাদ্রিদের কাছে। পরের মৌসুমেও তা-ই। এবার মেসির দল শিকার হয় বায়ার্ন মিউনিখের। দুই মৌসুম মিলিয়ে মেসি ৯ গোলের পাশাপাশি করেন ৪টি অ্যাসিস্ট।

গত বছর পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তিনি ক্লাব ছাড়ার পর পিএসজি এবার উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোয় স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন