হোম অর্থ ও বাণিজ্য ‘পিংক ডে’ পালন করল বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট-ওয়াসিস

বাণিজ্য ডেস্ক :

ফ্রেশ টিস্যুর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো ব্রেস্ট ক্যানসার সচেতনতায় এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও ওয়েসিস। অভিনব উপায়ে তারা ‘পিংক ডে’ পালন করেছে।

‘পিংক্টোবরের শপথ এবার, ব্রেস্ট ক্যানসারে মৃত্যু নয় আর’ স্লোগান সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিংক ভেস্ট পরে গ্লানি মোছার এ শপথে শামিল হন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর সিগন্যালসহ বিভিন্ন বিভাগীয় শহরে ব্রেস্ট ক্যানসার সচেতনতায় বাংলাদেশ পুলিশের নারী ও পুরুষ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিভিন্ন মহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

ফ্রেশ টিস্যুর উদ্যোগে মানবিক এ উদ্যোগে বাংলাদেশ পুলিশের এই সরব উপস্থিতি দেশজুড়ে ব্রেস্ট ক্যানসার সচেতনতায় যোগ করেছে ভিন্ন এক মাত্রা।

ব্রেস্ট ক্যানসার একটি মরণব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রাণঘাতী ব্রেস্ট ক্যানসারের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৭ হাজার নারী, অর্থাৎ প্রতিদিন ১৯ জন মারা যাচ্ছেন। শুধু সচেতনতাই এ মৃত্যুহার অনেকটা কমিয়ে আনতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে এ রোগে সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ।

বিশ্বব্যাপী প্রতিবছর অক্টোবর মাসটিকে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়, যা ‘পিংক অক্টোবর’ হিসেবেও অবহিত করা হয়ে থাকে। যার মূল প্রতিপাদ্য হচ্ছে, ব্রেস্ট ক্যানসারবিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যু বেশ কয়েক বছর ধরেই ব্রেস্ট ক্যানসার সচেতনতা ও শনাক্তকরণে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এ কার্যক্রমে এ বছর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও ওয়েসিস সম্পৃক্ত হয়েছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজকরা চলতি বছর অক্টোবর মাসের ১৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার ‘পিংক ডে’ হিসেবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। যার মূল প্রতিপাদ্য হচ্ছে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়া।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন