অনলাইন ডেস্ক:
সচিবালয়ে অবস্থিত পাসপোর্ট অফিস থেকেই এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা পাসপোর্ট সেবা নিতে পারবেন। একই সঙ্গে সচিবালয় থেকেই ব্যক্তিগত গাড়ির ফিটনেস ও স্বাস্থ্য সংক্রান্ত সেবা পাবেন তারা। এসব বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানে অবস্থিত বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।