খেলাধূলা ডেস্ক :
নাজমুল হাসান শান্তর বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিয়ে কম কথা হয়নি। টানা ব্যর্থতার জেরে সাব্বির, সাইফউদ্দিনরা শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ পড়লেও টিকে যান শান্ত। অন্যদিকে শেষ মুহূর্তে দলে নেয়া হয়েছে সৌম্য সরকারকে। তবে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আবারও ব্যাট হাতে ব্যর্থ হলেন টাইগার এ দুই ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। শেষের কয়েকটা ওভার বাদে নিজেদের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। আফগানরা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬০ রান।
টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। নাজমুল হাসান শান্ত আর মেহেদী মিরাজ মিলে প্রথম দুই ওভারে তোলেন ১৮ রান। তবে তারপরই যেন টিম টাইগার্সের ব্যাটিংয়ে মড়ক লাগে। শান্ত, সৌম্যর পর একে একে ব্যর্থ সাকিব ও আফিফরাও।
তৃতীয় ওভারেই ফজল হক ফারুকীর বলে কাটা পড়েন শান্ত। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে এই ওপেনার করেন ৯ বলে ১২ রান।
শান্তর পর ব্যাট করতে নেমেছিলেন সৌম্য। যেন নামলেন আর উঠলেন। মুজিবের করা বল এগিয়ে এসে মারতে গিয়েছিলেন। উল্টো স্ট্যাম্পিং হয়ে ফিরলেন। ফেরার আগে করেছেন ৪ বল খেলে ১ রান।
সৌম্যকে অনুসরণ করলেন অধিনায়ক সাকিব এবং আফিফও। পঞ্চম ওভারের শেষ দুই বলে ফজল হক ফারুকীর দুই শিকার হয়ে ফিরে গেছেন তারা। দুজনই সমান চার বল মোকাবিলা করে রান করেছেন মোটে ১।
৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ঘোরতর বিপর্যয়ে, এ সময় হাল ধরার দরকার ছিল কারো। উচিত ছিল একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখা মিরাজকে সঙ্গ দেয়া।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮ রান।