হোম আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া

পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 72 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম প্রধান অধিদপ্তরের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখোভৎসেভ এ কথা বলেছেন।

ভ্লাদিমির ভারখোভতসেভ বলেন, নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জের পরীক্ষাকেন্দ্রটি বেশ কয়েক বছর ধরে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি অনুমোদিত কর্মকর্তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন, তবে আমরা নিকট ভবিষ্যতে কাজ শুরু করবো।

এর আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ানোর নীতির মধ্যে রাশিয়া পুনরায় পারমাণবিক পরীক্ষা চালুর কথা বিবেচনা করছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর কোনো কিছু আন্দাজ না করেই শুধু এটুকু বলতে চাই, পরিস্থিতি বেশ কঠিন। সমস্ত উপাদান এবং এর সমস্ত দিকগুলিতে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের পতনের আগের বছর ১৯৯০ সাল থেকে মস্কো আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালে মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চলে। ১৯৯০ সালের ২৪ অক্টোবর সবশেষ নোভায়া জেমলিয়া সাইটে একটি পরীক্ষা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন