হোম জাতীয় পাভেল হত্যার রহস্য উন্মোচন, নারীসহ ৩ আসামি গ্রেফতার

জাতীয় ডেস্ক:

গাইবান্ধা সদরে পাভেল হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে পাভেলকে হত্যা করে টয়লেটের ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবি (৪৪), জবিউল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৬) ও শাহ আলমের স্ত্রী অমেলা বেগম (৪২)।

বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ মার্চ সন্ধ্যায় পাভেল নিখোঁজ হয়। পরদিন তার ভাই মো. বেলাল ইউসুফ বাদী হয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরির সূত্র ধরে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই গ্রামের তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে পাভেলকে হত্যা করে টয়লেটের ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখা হয়। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ৯ মার্চ সন্ধ্যায় নিখোঁজ হয় রঘুনাথপুর গ্রামের আব্দুস সামাদ আকন্দের ছেলে শফিকুর রহমান পাভেল (৩৭)। নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার (১২ মার্চ) সকালে একই এলাকার সিরাজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির টয়লেটের ট্যাংকির ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন