হোম রাজনীতি পাবনা-১: জয়ী নৌকার শামসুল হক টুকু

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ১২৫ কেন্দ্রের সব ফলাফল ঘোষণা করার পর দেখা যায়, জয় পেয়েছেন নৌকার প্রার্থী।

এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ৯৩ হাজার ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৪৩ ভোট।

পাবনা-১ আসন সাথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৬১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ১৯১ এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৪২৪ জন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন