হোম জাতীয় পাবনার সেই ৩৭ কৃষককে আর্থিক সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

জাতীয় ডেস্ক :

চাঞ্চল্যকর ঋণখেলাপি মামলায় আটকের পর জামিনে মুক্ত পাবনার ঈশ্বরদী উপজেলার ৩৭ প্রান্তিক কৃষককে আর্থিক সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে এক অনুষ্ঠানে তাদের এই সহায়তা দেয়া হয়।

কালের কণ্ঠ শুভ সংঘের পাবনা জেলা ও ঈশ্বরী উপজেলা কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা।

শুভ সংঘ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহির উদ্দিন মণ্ডল, কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ প্রমুখ।

অনুষ্ঠানে ভুক্তভোগী ৩৭ জন কৃষককে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন