হোম খুলনাবাগেরহাট পানি ঢুকে মোংলায় দূর্ঘটনার কবলে পড়েছে ৯৫০ মেট্রিকটন কয়লা বোঝাই লাইটার জাহাজ  

পানি ঢুকে মোংলায় দূর্ঘটনার কবলে পড়েছে ৯৫০ মেট্রিকটন কয়লা বোঝাই লাইটার জাহাজ  

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ
বাগেরহাট প্রতিনিধি:
মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে কয়লা বোঝাই করে নোয়াপাড়া(যশোর) যাওয়ার সময় তলা ফেঁটে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় দূর্ঘটনার কবলে পড়েছে এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ।
বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান,মোংলা বন্দরের হারবাড়িয়া -৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিকটন কয়লা বোঝাই করে এমভি ইশরা মাহমুদ লাইটারটি। এর পর আজ শনিবার(২৪ ফেব্রয়ারী) সকালে লাইটারটি ছেড়েযায় নোয়াপাড়ার উদ্দ্যেশ্যে। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে ডুবোচরে আটকে তলা ফেঁটে যায় লাইটারটির। দ্রুত চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।
লাইটারটির পরিচালক মোঃ সাকির মুঠোফোনে জানান,ডুবোচরে আটকে যাওয়ার কারনে নৌযানের কোথাও ফাটল দেখা দিয়েছে। এতে করে পানি ডুকতে শুরু করে। তাই নদীর চরে রেখে সেখান থেকে অন্য একটি বার্জে কয়লা অপসারন করে ফেলা হচ্ছে।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, যেহেতু লাইটারে থাকা কয়লা অন্য জাহাজে অপসারন করে ফেলা হচ্ছে, এর ফলে দ্রুত সময়ের মধ্যে দূর্ঘটনা কবলিত লাইটারটি চ্যানেল থেকে সরিয়ে ফেলা সম্ভব হবে। তিনি জানান,এ নৌযান দূর্ঘটনার কারনে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচলে কোন প্রভাব পড়েনি। অন্য সময়ের মতো স্বাভাবিক রয়েছে।
শ্রমিক ঠিকাদার সুত্রে জানাযায়, এমভি পারস জাহাজে করে মোংলা বন্দরের মাধ্যমে কয়লা আমদানী করে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের কোং।
এদিকে দূর্ঘটনার কবলে পড়া লাইটারটির চলাচল বা পন্য পরিবনের সার্ভে ও রেজিষ্টশন সনদ নবায়ন ছিলো কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন