হোম অন্যান্যসারাদেশ পানিসারা ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে বিধবা ও বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ

পানিসারা ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে বিধবা ও বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের ১২জন বয়স্ক ও বিধবার সরকার কর্তৃক প্রদত্ত ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান নওশের আলী ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে। পানিসারা গ্রামের আব্দুল সরদারের ছেলে মহিদুল ইসলাম এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারের বিশেষ কর্মসূচির অধীনে প্রত্যেক ইউনিয়নে বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা প্রদান করে করা হচ্ছে। চলতি অর্থ বছরেও পানিসারা ইউনিয়নের বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা প্রদান করেছে।

কিন্তু ওই টাকা দেয়ার জন্য ইউপি চেয়ারম্যান নওশের আলী ও মেম্বার শহিদুল ইসলাম যোগসাজসে প্রত্যেকের কাছ থেকে ৫শ’ টাকা করে নেন। ইউনিয়নের ১২জন ভাতাভোগী টাকা না পেয়ে উপজেলার সমাজসেবা অফিসে যোগাযোগ করে জানতে পারেন তাদের নামে ৬ হাজার টাকা করে ইস্যু করা হয়েছে। ওই টাকা চেয়ারম্যান ও মেম্বার গ্রহণ করেছেন। গত ১০ জুলাই বয়স্ক ভাতা এবং ১৩ আগস্ট বিধবাভাতা ঝিকরগাছার সোনালী ব্যাংক শাখা থেকে উঠানো হয়েছে বলে ব্যাংকে গিয়ে জানতে পারেন। বিষয়টি সরেজমিন তদন্ত করার জন্য অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলামের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি উল্টো প্রশ্ন তোলেন, ভাতাভোগীদের টাকা চেয়ারম্যান ও মেম্বারের তুলে নেয়া কীভাবে সম্ভব ? সমাজসেবা অফিস থেকে যার নামে চেক ইস্যু হয়; ওই চেক ব্যাংকে জমা দিয়ে টাকা উঠাতে হয়। তাহলে কী ভাবে একজনের চেক আরেক জন তুলতে পারে? তিনি বলেছেন, যদি কেউ টাকা না পায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করার কথা। কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। সামনে নির্বাচন। কোনো পক্ষ হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরণের মিথ্যা অভিযোগ করতে পারে বলে তিনি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন