হোম জাতীয় পানির ড্রামে শিশুর মরদেহ, মা-বাবাসহ আটক ৪

জাতীয় ডেস্ক :

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পানির ড্রাম থেকে সুবল দেবনাথ নামে ৩৩ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা, বাবা, চাচা ও চাচিকে আটক করেছে পুলিশ।

শিশু সুবল ওই গ্রামের সুকান্ত দেবনাথ ও নমিতা দেবনাথের তৃতীয় সন্তান।

শিশুটির মা নমিতা জানান, সকাল ১০টার দিকে সুবলকে রেখে তিনি বাড়ির পাশে খালে বাসন মাজতে যান। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের বারান্দায় পানির ড্রামের মধ্যে সুবলের মরদেহ দেখতে পান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান জানান, আধা ড্রাম পানির মধ্যে শিশুটিকে পাওয়া গেছে। কেউ না কেউ তাকে সেখানে ফেলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ চারজনকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন