হোম অর্থ ও বাণিজ্য পাটের গুরুত্ব বাড়াতে নতুন বাজার খুঁজছে সরকার

বাণিজ্য ডেস্ক:

বিশ্বে পাট ও পাটজাত পণ্যের গুরুত্ব বাড়াতে নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে পাটের সম্ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় পরিবেশবান্ধব পাটজাত পণ্যের পরিচিতি বাড়াতে উপস্থিত বিদেশি কূটনীতিকদের আহ্বান জানান শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, ৫২ বছরে পাটের সুদিন ফেরাতে চেষ্টা করেছে সরকার। পাটের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। কৃষিবিজ্ঞানীরা পাটের জাত উন্নয়নে আপ্রাণ গবেষণা চালাচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে পাটের সুদিন ফেরানোর পথে এগিয়ে যাবে দেশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন