সংকল্প ডেস্ক :
বুধবার সকাল সোয়া নয় টায় দৌলতদিয়া পাচ নং ফেরি ঘাট থেকে আমানত শাহ ফেরি সত্তর টি পন্যবাহি ট্রাক,৪/৫ টি হোন্ডা ও ২৫/৩০ জন যাত্রী নিয়ে ভালভাবেই ছেড়ে যায়।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সুপারভাইজার আইয়ুক আলী ও ফেরির চেকার নয়ন শাহ জানান, আমানত শাহ ফেরিটি প্রায় ২০/২২ বছেরর পুরাতন। ফেরির ডেক দিয়ে পানি উঠে ওপারে গিয়ে কাত হয়ে ডুবে গেছে।
তবে এতে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের ফেরি পারাপারে কোন সমস্যা হয়নি। এঘাটের অন্যান ফেরিগুলো যথারিতি যানবাহন পার করেছে।
