হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটা বাজার রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে এলাকাবাসী

পাটকেলঘাটা বাজার রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে এলাকাবাসী

কর্তৃক
০ মন্তব্য 178 ভিউজ

জামালউদ্দীন :
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটা বাজারের সকল রাস্তার বেহাল দশা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সাথে এলাকাবাসীরও খামখেয়ালীপনায় রাস্তাগুলি আজ চলাচলের অনুপযোগী পয়ে উঠেছে। সংবাদপত্র, সোস্যাল মিডিয়া সহ সকল যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইলেও বর্ষা মৌসুমে চলাচলের উপযোগী করে তুলতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ হয়ে পড়েছে এ বাজারের ব্যবসায়ীরা। একাধিক শিল্প কলকারখানা খ্যাত এ পাটকেলঘাটার দুরাবস্থায় সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম। বাজারের মধ্যে মহাসড়ক হতে অনুপ্রবেশের ৪টি রাস্তাই সম্পূর্ণ নষ্ট। ভারী যানবাহন তো দূরের কথা পায়ে হেটে প্রবেশ করা যাচ্ছে না। ফলে এ বাজার থেকে সরকার প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় করলেও এখাতে উন্নয়ন না থাকায় জনসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেছে। বর্ষা মৌসুম আসলেই এ নিয়ে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে এ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ রাস্তা সংস্কারের কথা বললেই টিআরএম প্রসঙ্গ এনে সাধারণ মানুষের মগজ ধোলাই করে। উন্নয়ন তো দূরের কথা বিগত সময়ের উন্নয়ন কর্মকান্ডের সমালোচনা করে। এদিকে অনুসন্ধানে জানা গেছে, কপোতাক্ষ নদের তীরে এ বাজারটির অবস্থান। একসময়ে নদী নির্ভর হলেও এখন তা রুপকথার কল্পের মতো। এখন এ বাজারের সকল ব্যবসায়ীদের যোগাযোগ মাধ্যম রাস্তা। সে রাস্তাগুলির যে বেহাল অবস্থা তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পল্লী বিদ্যুৎ দীর্ঘ ১৫ বছর নর্দমায় পরিণত। কলেজ রোড প্রবেশের পথেই ভাঙ্গা কালভার্ট, বলফিল্ড রোড খেলার মাঠের সাথে মিশে এবড়ো থেবড়ো গর্ত, হাইস্কুল রোডে কার্পেটিং উঠে হাটু পানি জমে আছে। আর বাজারের মধ্যে সকল রাস্তায় হাটুকাদা বললেই চলে। অনুসন্ধানে আরো জানা গেছে, পাটকেলঘাটা বাজারের রাস্তা নষ্ঠের শুধুমাত্র সরকারের অনুন্নয়নের কারণে নয়। রাস্তাগুলির দুপাশে বসবাসরত ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের বিল্ডিং এর পানি পাইপ দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। সেখান থেকেই কার্পেটিং নষ্ট হয়ে মূল রাস্তা আজ চলাচলের অনুপযোগী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন