হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় ৭বোতল ফেন্সিডিল সহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিনিধিঃ  

পাটকেলঘাটায় ৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে  আটক করেছে  পুলিশ।

পুলিশ জানায়, আজ  বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে থানার  বলফিল্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত  ব্যাক্তি তৈলকুপি গ্রামের শংকর সাধুর ছেলে ডবলু সাধু (৩৫)।

স্থানীয়রা বাসিন্দরা  জানায়, ডবলু সাধু দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রিও প্রতিনিহত মাদক সেবন  করে আসছিল। ইতিপূর্বে সে কয়েক  বার পুলিশের  হাতে মাদকদ্রব্য আটক হয়েছে।  তার নামে জেলার বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে  জানান,

আসামী  অসিম সাধু ওরফে ডবলু কে থানার  বলফিল্ড এলাকা থেকে মাদক বিক্রির সময়  আটক করা হয়। ইতিপূর্বে  তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আর  আরও জানান, জিজ্ঞাসবাদে সে মাদক বিক্রির বিষয়টি স্বীকারও করেছে। এ ব্যাপারে  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরও একটি মামলা দ্বায়েরের প্রস্ততি চলছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন