নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৯আগস্ট) বিকাল ৫ টায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ওসাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এড. কাত্তিক চন্দ্র দাস, হাবিবুর রহমান পিন্টু,তালা উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান মধু,ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য গাজী রইচ উদ্দীন,শেখ আনছার আলী,তাপস কাশ্যপী,স্বজল নন্দী,হাফিজুর রহমান,আলমগীর হোসেন,শেখ তরিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বাস আনোয়ার হােসেন প্রমূথ । সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে নানা কর্মসুচি গ্রহনের আলোচনা করা হয়।